ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন সরদার (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল বড়াকোঠা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মিলন বড়াকোঠা ইউনিয়নের হাসেম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে বড়াকোঠা এলাকার একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেন মিলন। সকালে ওই অটোরিকশা আনতে যান তিনি। এ সময় বৈদ্যুতিক বোর্ড থেকে সুইচ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।