ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ওয়ান শুটারগানসহ যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
বেলকুচিতে ওয়ান শুটারগানসহ যুবক আটক  অস্ত্রসহ আটক ব্যক্তি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ওয়ান শুটারগানসহ মজনু (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

সোমবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের  ভিত্তিতে সমেশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মজনু নামে ওই যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।