ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আইনজীবীদের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
নওগাঁয় আইনজীবীদের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি অব্যাহত ...

নওগাঁ: নওগাঁয় আদালত চত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।
 
গতকাল সোমবার (১ ফ্রেব্রুয়ারি) দুপুর থেকে এ কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।

এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা বিচারপ্রার্থীরা।  

গতকাল বিষয়টি সমাধানের চেষ্টা চললেও শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মত কর্মসূচি অব্যাহত রেখেছে জেলা বার অ্যাসোসিয়েশন।

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান টিপু জানান, সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক আইনজীবী রিকশায় করে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।  

এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।