ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দুস্থ শীতার্তদের মধ্যে পুলিশের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
ঝিনাইদহে দুস্থ শীতার্তদের মধ্যে পুলিশের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বেদে সম্প্রদায়ের শীতার্তদের মধ্যে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সহযোগিতায় ‘উত্তরণ ফাউন্ডেশন’র পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় বেদে পল্লীতে অসহায় পাঁচ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম।  

বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া, ওসি তদন্ত মতলেবুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।