ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দেশের পাট-চিনিকল আধুনিকায়ন করে চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
দেশের পাট-চিনিকল আধুনিকায়ন করে চালুর দাবি

ঢাকা: দেশের পাট ও চিনিকলগুলো বন্ধ না করে আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, সরকার রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করেছে। এরপর আরও রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের উৎপাদন স্থগিত ঘোষণা করেছে।

আরও বলেন, সোনালী আঁশের মর্যাদা রক্ষা করার জন্য আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। দেশের মুদ্রায়, টাকায় এখনও আমরা পাট গাছের ছবি রয়েছে। পাট আমাদের সমৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। পাটের সঙ্গে কৃষকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এ পাট গোটা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি দিয়েছিল। আজ একের পর এক পাটকল বন্ধ করে দিয়ে, অন্যদিকে বেসরকারি পাটকল চালু করা হচ্ছে। এখন আমরা দু’টি দিক দেখছি, রাষ্ট্রায়ত্ত পাটকলে সরকার নির্ধারিত মজুরি বাস্তবায়ন করা হয়নি, অন্যদিকে বেসরকারি পাটকলের নামে শ্রমিক শোষণের করা কার্ড তৈরি করা হয়েছে। অথচ সরকারি পাটকলগুলো দুর্নীতির কারণ লোকসানের মুখ দেখছে। আমরা বিশ্বাস করি, এ কলগুলোকে আধুনিকায়ন করা হলে উৎপাদন বাড়বে। পাশাপাশি আমাদের দেশীয় ঐতিহ্য চিনি ও পাটকলগুলো টিকে থাকবে।

তারা দাবি, সরকার এ ঐতিহ্যবাহী পাট ও চিনিকল বন্ধ না আধুনিকায়ন করুক। এতে দেশের শিল্প বাঁচবে, কর্মীরাও বাঁচবে।

এসময় সমাবেশে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও স্কপের যুগ্ম সমন্বয়ক শহীদুল্লাহ চৌধুরী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও শ্রমিক নেতা আমিরুল হক আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।