ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজীবপুরে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
রাজীবপুরে ইয়াবাসহ যুবক আটক আটক লাল মিয়া

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার রাজীবপুর স্লুইচগেট এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ লাল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (০৪ ফ্রেরুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

আটক যুবক রৌমারী উপজেলার জন্দিরকান্দা গ্রামের মৃত সুরুজ্জামানেন ছেলে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবিউল হাসান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কের রাজীবপুর স্লুইচগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ লাল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।