ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হারাগাছায় আ.লীগ প্রার্থীর কর্মীর ওপর হামলা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
হারাগাছায় আ.লীগ প্রার্থীর কর্মীর ওপর হামলা, আটক ৩ আটক তিনজন

রংপুর: রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীর ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়।

আটকরা হলেন- হারাগাছ থানার সারাই আমবাগান এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে আকছানুল হাসান সোহাগ (৫৪), নিউ কাজিপাড়া গ্রামের সহিদার কবিরাজের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হকের ভাতিজা ঠাকুরদাস রহমানপাড়ার হাফিজুর রহমানের ছেলে সাফায়েত হোসেন (২২)।

জানা যায়, দুপুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে হারাগাছ পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছিল। এ সময় আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টারের কর্মী পলাশ রহমানের ওপর স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ওই তিন জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিমুর রহমান বাংলানিউজকে জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।