ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার থেকে দুইদিনব্যাপী সাফা আন্তর্জাতিক কনফারেন্স শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
শুক্রবার থেকে দুইদিনব্যাপী সাফা আন্তর্জাতিক কনফারেন্স শুরু শুক্রবার থেকে দুইদিনব্যাপী সাফা আন্তর্জাতিক কনফারেন্স শুরু। ছবি: বাংলানিউজ

ঢাকা: শুক্রবার থেকে রাজধানীতে দুইদিনব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর আন্তর্জাতিক কনফারেন্স-২০২১ শুরু হচ্ছে।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর নীলক্ষেতের এনেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন।

তিনি বলেন, সাফা ১৯৮৪ সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে সাফা। সমাজ ও দেশের জন্য এই পেশা অবদান রেখে চলেছে। জাতি ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই সরকার দেশের সকল কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা করেছেন। শুধু তাই নয় করোনার কারণে আমরা সকল কর্মকাণ্ডে ডিজিটালাইজেশনে পৌঁছেছি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাফা'র এই কনফারেন্সের আয়োজন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)। দুইদিনব্যাপী কনফারেন্সে পাঁচটি টেকনিক্যাল সেশনে কী-নোটসহ ছয়টি পেপার উপস্থাপন করা হবে।

শুক্রবার সকাল ১০ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের কনট্রোলার অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন উপস্থিত থাকবেন। কনফারেন্সে কী-নোট উপস্থাপন করবেন এফআরসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো.হামিদ উল্লাহ ভুঞা।

কনফারেন্সে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইফাক), কনফেডারেশন অব এশিয়ান ফেডারেশন এন্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস (কাপা), সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), ইউরোপিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস, প্যান আফ্রিকান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (পাফা) এর প্রেসিডেন্ট ও নির্বাহী নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, আইসিএমএবির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, আইসিএমএবির আর্ন্তজাতিক কনফারেন্স-২০২১ এর চেয়ারম্যান মো. আবদুল আজিজ এফসিএমএ, আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এএসএম শায়খুল ইসলাম এফসিএমএ, আইসিএমএবির সাফা এবং ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান মো. মামুনুর রশীদ এফসিএমএ, আইসিএমএবির ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ এবং আইসিএমএবির কাউন্সিল সদস্য ইমতিয়াজ আলম এফসিএমএ প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর আন্তর্জাতিক কনফারেন্স- ২০২১ শেষ হবে ০৬ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০২১
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।