ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সব চিনিকল আধুনিকায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
সব চিনিকল আধুনিকায়নের দাবি

ঢাকা: উৎপাদন বন্ধ ঘোষিত চিনিকলসমূহ অবিলম্বে চালু ও সবকয়টি আধুনিকায়ন করার দাবি করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কার্যালয়ে স্কপের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এবং চিনি শিল্প শ্রমিক ফেডারেশনের নেতাদের যৌথ মতবিনিময় সভা থেকে এ দাবি করা হয়।

এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে স্কপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্কপের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক সভাপতি খলিলুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, বাংলাদেশ  চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. খোরশেদ আলম, সিনিয়ার কার্যকারী সভাপতি মো. শেখ আমির, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জি এম কবির, সহ-সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ও গোলাম রব্বানি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জনি, দপ্তর সম্পাদক মো. রফিক, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চিনি শিল্প কর্মচারী লীগের সভাপতি মোখলেছুর রহমান, ফারুক জমাদ্দার প্রমুখ।

সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে চিনি শিল্পের বর্তমান সংকট এবং সংকট উত্তরণে চিনিকল শ্রমিক কর্মচারীদের ২৫ দফা পর্যবেক্ষণ স্কপ নেতাদের কাছে হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় চিনি শিল্প রক্ষায় স্কপ নেতাদের উদ্যোগ গ্রহণের পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন চিনি শিল্পের নেতারা।

স্কপ নেতারা পাট শিল্পের বিষয়ে যেভাবে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন সেভাবেই চিনি শিল্প রক্ষায় বিকল্প প্রস্তাব তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্কপ ও চিনি শিল্পের নেতারা বন্ধ ঘোষিত চিনিকলসমূহে অবিলম্বে উৎপাদন শুরু এবং সবকয়টি আধুনিক করার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।