ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুচির মুক্তি দাবি ইয়াং হি লির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
সুচির মুক্তি দাবি ইয়াং হি লির

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনী থেকে স্টেট কাউন্সেলর অং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিন্ট ও মন্ত্রিসভার সদস্যদের মুক্তি দাবি করেছেন জাতিসংঘের সাবেক বিশেষ দূত ইয়াং হি লি।  

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) টুইটারে তিনি এ মুক্তির দাবি জানান।

টুইটারে ইয়াং হি লি আরো বলেন, মিয়ানমারের জনগণ এনএলডিকে ভোট দিয়েছে। এই ভোটের রায় অবশ্যই সম্মান করতে হবে। মিয়ানমারের তামাদো বাহিনী তাদের প্রতি কাপুরুষের মতো আচরণ করছে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ নেতাদের আটক করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।