ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ভূমি অফিসের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
নীলফামারীতে ভূমি অফিসের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ১

নীলফামারী: নীলফামারী সদর উপজেলা ভূমি কার্যালয়ের এক লাখ ৭৫ হাজার চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ওই অফিসের অফিস সহায়ক তুষার চন্দ্র দেব অধিকারীকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার তুষার জেলা শহরের মাধারমোড় জুম্মাপাড়া মহল্লার কিশোর দেব অধিকারের ছেলে।

চলতি বছরের গত ৭ জানুয়ারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ নয় লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে কর্মচারীদের বেতন দেওয়া হয়। এরমধ্যে কয়েকজন কর্মচারী বেতন উত্তোলন না করায় তাদের এক লাখ ৮০ হাজার টাকা অফিসের প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান তার অফিস রুমের আলমারিতে রেখেছিলেন। শুক্রবার ও শনিবার (৮-৯ জানুয়ারি) দুই দিন সাপ্তাহিত সরকরি ছুটি থাকায় রোববার (১০ জানুয়ারি) সকালে এসে প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান তার অফিস কক্ষের তালা খুলে দেখেন তার কক্ষটি তছনছ করা ও টাকার রাখার আলমারির তালা ও রুমের জানালার গ্রিল ভাঙ্গা অবস্থায় জানালা খোলা দেখতে পান। এরপর আলমারিতে রক্ষিত এক লাখ ৮০ হাজার টাকাও পাওয়া যাচ্ছিলনা। এ ঘটনায় প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান নীলফামারী থানায় মামলা করেন।

ওসি আব্দুর রউফ বলেন, এ ঘটনায় ওই অফিসটি মনিটরিং করতে থাকি।  বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন খবরে ওই অফিসে অভিযান চালিয়ে প্রথমে আটক করা হয় অফিস সহায়ক তুষার চন্দ্র দেব অধিকারীকে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে চুরি যাওয়া এক লাখ ৮০ টাকা বের করে দিলে তা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।