ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পাইকরতলী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আরমান হোসেন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মামুনুর রশিদ আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরমান ওই গ্রামের মামুনুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার থেকে ভ্যানে করে বাবা-ছেলে মিলে সিমেন্ট নিয়ে আসছিলেন। পথে জয়পুরহাট সদরের দোগাছী পাইকরতলী এলাকায় একটি মেসি ট্রাক্টর তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আরমানের মৃত্যু হয় এবং গুরুতর আহন হন মামুনুর। তিনি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে জয়পুরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাক্টরটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। তবে এ দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।