ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সন্ধান মিলছে না মানসিক ভারসাম্যহীন মনিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
সন্ধান মিলছে না মানসিক ভারসাম্যহীন মনিরের মানসিক ভারসাম্যহীণ মনির সিকদার

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরের রামারপোল এলাকার শ্বশুড় বাড়ি থেকে মনির সিকদার (৪০) নামে মানসিক ভারসাম্যহীণ এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

গত ১২ জানুয়ারি নিখোঁজের পর সন্ধান না পেয়ে গত ২৬ জানুয়ারি মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেন মনিরের স্ত্রী পলি বেগম।

জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কয়েরিয়া এলাকার মৃত নূর মোহাম্মদ সিকদারের ছেলে মনির সিকদার (৪০) একজন মানসিক ভারসাম্যহীণ। বিয়ের পর থেকেই মনির সিকদার স্ত্রী সন্তান নিয়ে শ্বশুড় বাড়িতেই থাকতেন। ১২ জানুয়ারি বেলা ১১টায় ঘর থেকে বের হয়ে যায় মনির। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় নি।

এদিকে মনিররের ভগ্নিপতি ফজলুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন মনির এর আগেও কয়েকবার বাসা থেকে বের হয়ে গিয়েছিলো, আবার নিজ থেকেই ফিরে এসেছে। আমরা প্রথমে শুনতে পারি যে বালি মদন এলাকায় মনিরকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ৫ ফেব্রুয়ারি ওই এলাকায় জয় বাংলা বাজারে গিয়ে শুনতে পাই মনির সিকদারকে পিটিয়ে মারা হয়েছে। পানি পান করাকে কেন্দ্র করে ওই ঘটনাটি নিখোঁজের দুই একদিনের মধ্যেই ঘটেছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন বাংলানিউজকে জানান, নিখোঁজের বিষয়টি শুনেছি এবং থানায় জিডিও হয়েছে। তবে হত্যার কোনো বিষয় শুনিনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তিকে হাত বেধে মাটিতে ফেলে রাখার ছবি দেখে স্বজনরা তাকে মনির হিসেবেই দাবি করছেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।