ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় রাশিন (১২) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে। তিনি দৌলতপুরের জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র। বাবার মৃত্যুর পর থেকে রাশিন উক্ত এলাকার নানার বাড়িতে থাকতো।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদত হোসেন বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলইে রাশিন মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।