ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিএল কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
বিএল কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনা: খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর দৌলতপুরের পৃথক পৃথক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

খুলনা-যশোর মহাসড়কে সরকারি বিএল কলেজ শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান। পরিচালনা করেন কলেজের অধ্যাপক শংকর কুমার মল্লিক। বক্তব্য দেন, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিএম জাকির হোসেন, সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, সরকারি বিএল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. খন্দকার হামিদুল ইসলাম ও বিএল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারুখে আজম আব্দুস সালাম।

এর আগে দৌলতপুর শহীদ মিনারের সামনে সরকারি বিএল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা-যশোর মহাসড়কে পৃথক কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রেমিক যুগলকে প্রকাশ্যে অশালীন অবস্থায় দেখে সেখান থেকে চলে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে মহানগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মো. মতিয়ার রহমান মুন্সীর ছেলে বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত জখম অবস্থায় শিক্ষককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।