ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা (৬৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিতাই চন্দ্র সাহা (৬৫) ভৈরব বাজারের ডালপট্টিতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি চটের বস্তার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিতাই চন্দ্র সাহা শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। সোয়া ৬টার দিকে পাওয়ার হাউস এলাকা দিয়ে সেতুর পাড়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও কিছু টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউকে আটক করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বরে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।