ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যারা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছেন তারা জনগণের শত্রু: ইন্দিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
যারা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছেন তারা জনগণের শত্রু: ইন্দিরা বক্তব্য রাখছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন তারা জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে করোনা টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আমি যে টিকা নিয়েছি তা বুঝতেই পারিনি। ব্যথা একটুও টের পাইনি। সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা নেই।  

এখনও যারা দ্বিধা দ্বন্দ্বে আছেন টিকা নেবেন কিনা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গুজব ছড়ানো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমি বলবো যারা এ টিকা নিয়ে গুজব ছড়াচ্ছেন তারা জনগণের শত্রু। প্রাণ রক্ষাকারী টিকা নিয়ে তারাই গুজব ছড়ায়, যারা কোনোদিনও এদেশের জনগণকে ভালোবাসে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে করোনা নিয়ন্ত্রণে রেখেছেন। বিশ্বের উন্নত দেশ যখন টিকা পেয়েছে বাংলাদেশও সেই সময় পেয়েছে। এটা প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও জনগণের প্রতি তার ভালোবাসার নিদর্শন। যার ফলশ্রুতিতে দ্রুত দেশে টিকা এসেছে।

মেডিক্যাল কনভেনশন সেন্টারে টিকা গ্রহণের জন্য অপেক্ষারতদের দেখিয়ে ইন্দিরা বলেন, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা গুজব উপেক্ষা করে টিকা নিয়ে প্রমাণ করেছে যে, টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো সমস্যা নেই। টিকায় কোনো অসুবিধা হয় না। স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়ে তারা বিএনপির মুখোশ উন্মোচন করে দিয়েছে যে, তারা সব সময় মিথ্যাচার করে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।