ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ সোমবার

গোপালগঞ্জ: মুজিব জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ দৌড়ের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাদিক ডিভিশন এ ম্যারাথনের আয়োজন করেছে।


রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোপালগঞ্জ ম্যারথনের কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার বিকেল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে এ ম্যারাথন দৌড় শেষ হবে। জেলা সদরে পাঁচ কিলোমিটারের এ ম্যারাথনে তিন হাজার লোক অংশ নেবেন। এছাড়া আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জেলার অন্য চার উপজেলায় দুই হাজার লোকের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জন পুরুষ ও পাঁচজন নারীকে পুরস্কৃত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।