ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জুট মিলস করপোরেশনের অডিট আপত্তির অর্থ আদায়ের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জুট মিলস করপোরেশনের অডিট আপত্তির অর্থ আদায়ের সুপারিশ

ঢাকা: বাংলাদেশ জুট মিলস করপোরেশনের ২০১১-২০১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্টে অডিট আপত্তির অর্থ আদায়ের সুপারিশ করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য সালমান ফজলুর রহমান, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ্ এবং ওয়াসিকা আয়শা খান অংশ নেন। বৈঠকে বাণিজ্যিক অডিট অধিদপ্তর প্রণীত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের ২০১১-২০১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এর অন্তর্ভুক্ত অডিট অনুচ্ছেদ নম্বর- ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নিয়ে আলোচনা হয়। রিপোর্টে আপত্তিকৃত অর্থের পরিমাণ ১১, ২০, ০৫, ৮১০ টাকা।

এ আপত্তির ক্ষেত্রে আলোচিত অনুচ্ছেদ ৫, ৭, ৮ এ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আপত্তি করা অর্থ আদায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অনুচ্ছেদ ৬ ও ১০ নিষ্পত্তি করা হয়।

বাণিজ্যিক অডিট অধিদপ্তর প্রণীত বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের ২০১১-২০১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট (২০১২-২০১৩ এর অন্তর্ভুক্ত), স্বাস্থ্য অডিট অধিদপ্তর (পূর্বতন বাণিজ্যিক অডিট অধিদপ্তর) প্রণীত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানির ২০১১-২০১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট (২০১২-২০১৩ এর অন্তর্ভুক্ত অডিট) নিয়ে আলোচনা হয়।

সিএজি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ড র সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।