ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত শিশুরা পেল স্কুল ব্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত শিশুরা পেল স্কুল ব্যাগ

নীলফামারী: কুরবানের বয়স আট। বাবা-মা নেই।

নানির সহযোগিতায় স্কুলে যায় কোনো মতে। উপহার হিসেবে একটি স্কুলব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা কুরবান।

দিন বদলের চেষ্টায় রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভালোবাসা দিবসে এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুলব্যাগ তুলে দিয়েছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন। সৈয়দপুরের গোলাহাট কবরস্থান ঈদগাহ মাঠে সুবিধাবঞ্চিত ৫০ শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগগুলো বিতরণ করা হয়।  

করোনার পর যে কোনো সময় বিদ্যালয় আবার খুলবে বলে তাদের ব্যাগ দেওয়া হয়েছে। উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিশুদের স্বপ্ন বিকশিত হতে সহায়তা করতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনটি।  

আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, এসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ্য ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করতে চেয়েছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এ উদ্যোগটি নেওয়া হয়েছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য।  

উল্লেখ্য, আমাদের প্রিয় সৈয়দপুর সামাজিক সংগঠনটি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ ও উচ্ছ্বাসই তাদের সর্বোচ্চ প্রাপ্তি।
 
ব্যাগ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আজিম, সামিউল, রাজা, শাহজাদা, জীবন, সাজুসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।