ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবস কাটলো মানসিক ভারসাম্যহীনদের সেবা-যত্নে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ভালোবাসা দিবস কাটলো মানসিক ভারসাম্যহীনদের সেবা-যত্নে

বরিশাল: গতানুগতিকের বাইরে গিয়ে একটু ভিন্নভাবে ভালোবাসা দিবস উদযাপন করেছে বরিশালের কিছু উদ্যমী তরুণ-তরুণী।  

বরিশাল নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মানসিক ভারসম্যহীন মানুষদের সেবা-যত্ন করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে তারা।

 

জানা যায়, বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহার’। যে সংগঠনের ব্যানারে একঝাক তরুণ-তরুণী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসটি মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা-যত্ন করে কাটিয়েছেন।

এ সংগঠনের সভাপতি আল-আমি হাওলাদার, সহ-সভাপতি রুবি তালুকদার ও সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম জানান, তাদের সংগঠনের সদস্যরা সকাল থেকে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে বরিশাল নগরের বিভিন্ন পয়েন্টে খুঁজে বেড়িয়েছে মানসিক ভারসম্যহীনদের।  

যাকে যেখানে পাওয়া গেছে বুঝিয়ে-শুনিয়ে সেখান থেকে নিয়ে যওয়া হয় নগরের সিটি কলেজ প্রাঙ্গণে। এরপর চুল-দাড়ি কেটে গোসল করিয়ে নতুন পোশাক ও খাবার দেওয়া হয় তাদের।

এদিকে এই কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়লে এই শ্রেণির মানুষ উপকৃত হবে বলে মনে করেন সুশীল সমাজ।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।