ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রতীকী ছবি

খুলনা: খুলনা রেলস্টেশনে ঢাকাগামী চিত্রা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটের দিকে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। এরপর প্রায় ১০ হাত গেলেই ওই লোক ট্রেনের বগির নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর। তার মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।