ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সর্বনাশা গতির নেশা, বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
সর্বনাশা গতির নেশা, বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ যুবকের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মাইল ফলকের সঙ্গে ধাক্কা লেগে ৩ যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নে রিরাট-পানিতলা সড়কের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ সোবানপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সুমন (১৯), দাড়িদহ কুপা গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুল্লাহ্ (১৮) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাকিব (১৭)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ওই ৩ যুবক  রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার থেকে রাজাবিরাট যাচ্ছিলেন। তারা একডালা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মাইলফলকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সুমন ও সাকিব নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল্লাহ্কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথেই তিনিও মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।