ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম

সাভার (ঢাকা): পূর্ব শত্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের সাজাহান আলীর ছেলে।

ভুক্তভোগীর ভাই সামসুল বাংলানিউজকে জানান, বিকেলে তিনি ও তার ভাই লকেট তার পলাশবাড়ির দোকানে বসে ছিলেন। এসময় ইমরান, হারেজ ও ঢুলি কালামসহ আরও ১০-১৫ জন অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। তখন লকেটকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে লকেটকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। পরিদর্শন শেষে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।