ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেতাগীতে ভূমি অফিসের নির্মাণাধীন ভবনে ধস

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বেতাগীতে ভূমি অফিসের নির্মাণাধীন ভবনে ধস

বরগুনা: বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শেষ হতে না হতেই ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৮ ফ্রেরুয়ারি) সকাল ১১টার দিকে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার সময় হঠাৎ ভবনের সম্মুখভাগ ধসে পরে।

জানা গেছে, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে ২০২০ সালের শেষ দিকে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য এক কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজের এলজিইডি দরপত্র আহবান করে। প্যাকেজের অংশ হিসেবে বেতাগীর ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শুরু করে। কাজ শুরু কয়েক মাসের মাথায় নির্মাণাধীন ভবন একাংশ ভেঙে পড়ে।

কাজিরাবাদ ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসার মহসিন বাংলানিউজকে জানান, আমি নির্মানাধীণ নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে দেখি ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে। ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার কাজ করছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, শোনার পর এ বিষয় আমি সার্বিক খোঁজ নিয়ে জেনেছি ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এটি ভবনের বাহিরের অংশ।  তবে এতে বড় ধরনের কোনো সমস্যা হবেনা। ইতোমধ্যে ঠিকাদারকে সঠিকভাবে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।