ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা জেপির সাধারণ সম্পাদক মোশারেফ মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
খুলনা জেপির সাধারণ সম্পাদক মোশারেফ মারা গেছেন মোশারেফ হোসেন হাওলাদার

খুলনা: খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোশারেফ হোসেন হাওলাদার (৬৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে মহানগরের টুটপাড়া মহিরবাড়ী খালপাড় এলাকার নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি।

চন্দন জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মোশারেফ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও কিডনিসহ বিভিন্ন রোগে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বাদ জুম্মা মহিরবাড়ী বড়খালপাড় আল আমিন জামে মসজিদে জানাজা শেষে তার মরদেহ নগরের টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।