ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, আহত ২ .

সিলেট: সিলেটে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় চালকসহ দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- প্রাইভেটকারের মালিক জাবেদ আহমদ (৫০) ও চালক হোসেন আহমদ (৩৫)। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-গোলাপগঞ্জ সড়কের শ্রীরামপুর বাইপাস এলাকায় গাড়ির মালিক জাবেদ আহমদকে প্রশিক্ষণ দিচ্ছিলেন চালক।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও কার মালিক আহত হন।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, চালক ও মালিককে নিয়ে ড্রাইভিং শেখানোর জন্য বের হলে একটি ট্রাক প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসএমপির মোগলাবাজার থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।