ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
গাংনীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের পুকুর থেকে ঝর্না খাতুন (২৭) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে একই গ্রামের আসমা খাতুনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঝর্ণা খাতুনের বাবা আনারুল ইসলাম জানান, ঝর্না বাক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। সকালের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন বাড়িতে খবর দেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।