ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-বাংলাবাজার নদী পথে চাপ কমেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার নদী পথে চাপ কমেনি ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: ঢাকাসহ আশেপাশের জেলার মানুষজন ভিড় করছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। ফলে শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নদী পথের যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

তিন দিনের ছুটি কাটাতে ঘরমুখো মানুষের চাপ পড়েছে ফেরি, লঞ্চ ও স্পীডবোট গুলোতে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ছিল হাজারো যানবাহন। বিকেল ৩টার দিকে ঘাট এলাকায় পারের অপেক্ষায় পাঁচ শতাধিক গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শক্রবার ভোর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে শিমুলিয়া ঘাটে। নদী পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। ঘাটে সকাল থেকে বিকেল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি কমেনি। দিনভর শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডের (গাড়ি রাখার স্থান) পুরো এলাকাটি গাড়িতে পরিপূর্ণ।

ছবি: বাংলানিউজ

রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুক্রবার- শনিবার (১৯, ২০ ফেব্রুয়ারি) সরকারি ছুটি। ফলে এবারের দিবসটি ঘিরে তিন দিনের একটি টানা ছুটি পেয়েছে সরকারি চাকরিজীবীরা এবং বেসরকারি চাকরিজীবীর অনেকেই দুই ছুটির সঙ্গে মিল রেখে আরেকদিন শনিবার ছুটি নিয়েছে কর্মস্থল থেকে। এ কারণে সড়ক ও বাস স্ট্যান্ডগুলোতে বাড়িমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এ যেন ঈদের আমেজের মতোই।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।