নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মান্নান খোকার ছেলে আব্দুস সালাম বাবু (৪০), একই গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে গোলাম রব্বানী রুবেল (২৯), ওয়াজেদ আলীর ছেলে নুরুজ্জামান (৪৫) ও উরজুল্লা বর্মণের ছেল প্রদীপ বর্মণ (৩৪)।
লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭০ এর সাব পিলার-৪ এর কাছে অভিযান চালায়। এ সময় চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে ঘটনাস্থল থেকে একটি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাঁশের তৈরি মাচাসহ ওই চার জনকে আটক করা হয়। পরে আটক চার জনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দিয়ে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস