ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ফুল হাতে নগ্ন পায়ে শহীদ মিনারে জনতার ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
সিলেটে ফুল হাতে নগ্ন পায়ে শহীদ মিনারে জনতার ঢল সিলেটে ফুল হাতে নগ্ন পায়ে শহীদ মিনারে জনতার ঢল

সিলেট: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ ভোরের রক্তিম সূর্য যখন পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে, তখন নগ্ন পায়ে শহীদ মিনার অভিমুখে শিশু, নারী ও পুরুষের ঢল নামে সিলেটে। প্রতিবারের মতো এবারও প্রভাত ফেরি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজির হন তারা।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবারই প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় সিলেটে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন সিলেটবাসী।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় নগ্ন পায়ে প্রভাত ফেরিতে অংশ নেন কয়েকশ’ মানুষ। পৃথক প্রভাত ফেরি বের করে সিলেট জেলা আওয়ামী লীগও। এরপর সকালে ফুল হাতে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক সংগঠন ছাড়াও সিলেটের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।

রোববার রাতের প্রথম প্রহরে (১২টা ১ মিনিট) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারও মানুষ। রাতেও শ্রদ্ধা নিবেদনের জন্য নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে। শহীদ মিনারমুখী জনতার স্রোত থাকলেও ছিল শৃঙ্খলা। বরাবরের ন্যায় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে বেগ পেতে হয়নি। মানুষ ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে প্রভাত ফেরিতে অংশ নেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ শাকির আহমেদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল, কার্যকরী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, এম, কে, শাফি চৌধুরী এলিম, মো. আব্দুল বারী, আবু হেনা মো. ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, অ্যাডভোকেট আফসর আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশিদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া।

উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। প্রভাত ফেরিতে সঙ্গীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাসের নেতৃত্বে অন্বেষা শিল্পী গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।