ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ঢাকায় ছুটির আমেজ, রাস্তা ফাঁকা ছবি: বাংলানিউজ

ঢাকা: সাপ্তাহিক দুদিন ছুটির সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি হওয়ায় টানা তিনদিনের ছুটিতে ঢাকা নগরীতে বসবাসকারীদের বড় একটা অংশ মানুষ গ্রামে চলে গিয়েছেন। ফলে ঢাকা কার্যত ফাঁকা হয়ে পড়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল, পল্টন, প্রেসক্লাব এলাকা, খিলগাঁও, দৈনিক বাংলার ব্যস্ত সড়কগুলোতে এই চিত্র দেখা গেছে। গুলিস্তান, কাকরাইল এমনকি মৌচাকেও নেই চিরচেনা যানজট।

এদিকে ফুটপাত ও কিছু বিপণিবিতানে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। সড়কে নেই কোনো জ্যাম, নেই কোনো ট্রাফিক সিগন্যাল।

সকালে শাহবাগে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসানের সঙ্গে। মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে তিনি ঘুরতে বের হয়েছেন। তিনি বললেন, ফাঁকা রাস্তায় ঘুরতে বের হয়েছি। দুই দিন আগেও যে পথ যেতে এক-দেড় ঘণ্টা লাগতো, সেই পথ পার হতে এখন ১০ থেকে ১৫ মিনিট লাগছে।

রাজধানীর কমলাপুর থেকে পল্টন এসেছিলেন তিথি অনামিকা। তিনি জানালেন, অন্য দিনের তুলনায় আজ তার অর্ধেকেরও কম সময় লেগেছে। অন্য দিন রিকশায় আসতে যানজটের জন্য সময় লাগে এক ঘণ্টার মতো। আজ এসেছেন মাত্র ১৫ মিনিটে।

পল্টন এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, শনিবার রাতেও পল্টন-মতিঝিল এলাকায় যানবাহনের চাপ ছিল। কিন্তু রোববার সকাল থেকে যানবাহনের চাপ খুবই কম।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।