ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে ভাষার অধিকার রক্ষার্থে লড়াই করেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
‘বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে ভাষার অধিকার রক্ষার্থে লড়াই করেছেন’ .

ঢাকা: বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. হান্নান মিয়া বলেছেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে ভাষার অধিকার রক্ষার্থে লড়াই সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে দু’বার জেলও খেটেছেন।

ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।  

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ‘বঙ্গবন্ধু ও ১৯৫২ এর ভাষা আন্দোলন’ শীর্ষক জুম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পর্যটন করপোরেশন এ সেমিনারের আয়োজন করে।  

হান্নান মিয়া বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় দু’টি অর্জন আমাদের মাতৃভাষার অধিকার রক্ষা ও স্বাধীনতা। পৃথিবীতে মাতৃভাষার অধিকার রক্ষার্থে বাঙালি জাতিই প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মুক্তির এক অনন্য সোপান।  

বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. আব্দুস সামাদের সভাপতিত্বে জুম সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার।  

সেমিনারে বক্তারা সরকারি দফতরসহ সর্বত্র বাংলা ভাষা ব্যবহার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।