ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জবাই জবাই খেলতে গিয়ে মৃত্যু হয় শিশু তাওহীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
জবাই জবাই খেলতে গিয়ে মৃত্যু হয় শিশু তাওহীদের

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে জবাই জবাই খেলতে গিয়ে শিশু তাওহীদ সরকারের (০৫) মৃত্যু হয়েছে।  রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট থানায় সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তাওহীদ ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, গত শুক্রবার বেলা  ১১টার দিকে শিশু তাওহীদ তার বড় ভাই সজিব সরকারসহ (৮) নিজেদের ঘরে জবাই জবাই খেলা করছিল। এক পর্যায়ে সজিব ধারালো বটি দিয়ে ছোট ভাই তাওহীদের গলায় ধরে গরু জবাইয়ের ধরন দেখাতে যায়। এ সময় অসাবধানতাবশত গলা কেটে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত তাওহীদের দাদা গত শুক্রবার থানায় আসামির নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ ওই শিশুর পরিবারের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সময় ওই ঘরে শিশু সজিবের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। যার কারণে ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফিকে প্রবেশন কর্মকর্তা হিসেবে উপস্থিত রেখে শিশু সজিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে শিশু সজিব এ ঘটনার বর্ণনা দেয়।

আলী আশরাফ বলেন, আইন অনুযায়ী ৮ বছরের শিশুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। এ কারণে ওই শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (শেরপুর সার্কেল), ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক উপস্থিত ছিলেন।

** বগুড়ায় পাঁচ বছরের শিশুকে গলাকেটে হত্যা

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।