ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলীতে পানিতে ডুবে মোহাম্মদ জাবের হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল আড়াই বছর।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর গ্রামের মোস্তফা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাবের হোসেন ওই বাড়ির রাজমিস্ত্রী আমজাদ হোসেন সুমনের ছেলে।

নিহতের চাচা ফোরকান আহমেদ বলেন, বাড়ির কাজ চলাকালীন আমার ভাতিজা জাবের সকাল থেকে আমাদের সঙ্গে ছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখি। সেখান থেকে তাকে উদ্ধার করে শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমনের ২ ছেলেমেয়ের মধ্যে জাবের দ্বিতীয়।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, আমি এ বিষয়ে কিছু শুনিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।