ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে অস্ত্র-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
টঙ্গীতে অস্ত্র-গুলিসহ আটক ২

ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন- রাজিবুল ইসলাম (৪১) ও শাহাদাৎ হোসেন রিপন (৩৫)। আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

র‍্যাব-১০ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর পৌনে ১২টায় র‌্যাব- ১০ এর একটি দল টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ার রসুলবাগ মোক্তার বাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করে র‍্যাব। এছাড়াও তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘আসামিরা পেশাদার সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবত টঙ্গী, গাজীপুর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। ‘

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএমআই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।