ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় রংপুরে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় রংপুরে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ মর্যাদায় পতাকা উত্তোলন না করায় রংপুরে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বেশ কয়েকটি এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্লিনিক ও সেবা প্যাথোলজিক্যাল সেন্টারকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, পতাকা পরিদর্শন দল কর্তৃক রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ছয়টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।