ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ছাড়লো সিরাজগঞ্জ এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ছাড়লো সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তিন ঘণ্টা পর ছেড়ে গেছে ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থেকে সকাল ৬টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।

নির্দিষ্ট সময় পরে ট্রেন ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীদের অনেকেই ঢাকায় গিয়ে অফিস করতেন। কিন্তু দেরিতে ট্রেন ছাড়ায় তারা অফিস ধরতে পারবেন না। এ কারণে ক্ষোভ প্রকাশ করেন তারা।

সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনের বুকিং সহকারী জিয়াউর রহমান জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু সোমবার সকালে চালক ইঞ্জিন চালাতে গিয়ে দেখেন সেটি বিকল হয়ে পড়েছে। এ কারণে ঈশ্বরদী থেকে আরও একটি ইঞ্জিন আনার পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad