ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতবিনিময় মতবিনিময় সভা

নোয়াখালী: নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলাবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি)।
 
প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এ বি এম আজাদ বলেন, নোয়াখালী বাংলাদেশের পুরোনো ঐহিত্যবাহী একটি জেলা। এ জেলার মানুষ শিক্ষায় ও কর্মে অনেক অগ্রসর। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে নোয়াখালীর মানুষের সম্মান। এ জেলার উন্নয়নে সরকার নানা ধরনের বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী কয়েক বছরের মধ্যে এ জেলার আমূল পরিবর্তন ঘটবে।

এ সময় নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কমকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।