ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সারের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
গোপালগঞ্জে সারের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও প্যাকেটে মূল্য লিপিবদ্ধ না থাকায় একটি সারের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের সরদার এন্টারপ্রাইজ নামে একটি সারের দোকানে প্যাকেজজাত সারের প্যাকেটে মূল্য লিপিবদ্ধ না থাকায় এবং অপর ৩টি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মোড়কজাত বিধি লংঘন আইনের ৩৭ এর ১৮ ধারায় মোট ২১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই সব প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।  

তিনি আরো জানান, জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।