সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে দিনে-দুপুরে ২৩ দিন বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুটিকে ৬ দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটির সঙ্গে তার মা শারমিন আক্তার ছিলেন। আজ দুপুরে বাইরে যাওয়ার সময় এক অপরিচিত নারীর কাছে শিশুটিকে রেখে যান শারমিন। কিছুক্ষণ পরে এসে তিনি ওই নারী এবং শিশু সন্তানকে খুঁজে পাননি। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় মামলা করতে কেউ আসেনি। তবে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরএ