ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রকাশ্য দিবালোকে সরকারি অফিসের ভেতরে রূপকারি ইউনিয়ন পরিষদের এক ওয়ার্ডের ইউপি মেম্বার সমর বিজয় চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, নিহত সমর বিজয় চাকমা বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন মেম্বার সমর বিজয় চাকমা। এসময় মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতভাবে রুমের ভেতরে ঢুকে সমরকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

নিহত সমর বিজয় চাকমা জন সংহতি সমিতি -এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমর বিকাশ চাকমা বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র অফিস কক্ষে বসে ছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কক্ষে ঢুকে কিছু বোঝার আগেই তাকে পিছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর পরই সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা কেউ জানাতে পারেনি।

ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শশন করেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১ আপডেট: ১৫৪৯ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।