ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের শিকার নারী-শিশুদের পুনর্বাসনে হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ধর্ষণের শিকার নারী-শিশুদের পুনর্বাসনে হাইকোর্টের রুল

ঢাকা: ধর্ষণের শিকার নারী ও শিশুদের পুনর্বাসন এবং প্রযোজ্যক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের শিকার তিন শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টকে ১৫ জনকে সাতদিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে তিনটি শিশু মারাত্মকভাবে ধর্ষণের শিকার হয়েছে। এদের ক্ষতিপূরণ দিতে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশনের পক্ষে এ রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন।

তিনি বলেন, ভারতে এ বিষয়ে নীতিমালা আছে। কিন্তু আমাদের দেশে নেই। এছাড়া ধর্ষণের শিকার নারীরা সামাজিকভোবে হেয় প্রতিপন্ন হয়। তাই তাদের পুর্নবাসন প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।