ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে সাধারণ মানুষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে সাধারণ মানুষ ছবি: জিএম মুজিবুর

ঢাকা বিশ্ববিদ্যালয়: দুই বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাত কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। ফলে আজিমপুর থেকে মিরপুর রোড় দিয়ে চলা যানবাহনগুলো আটকে পড়ে। একইসঙ্গে সায়েন্সল্যাব মোড়েও শিক্ষার্থীদের অবস্থানের ফলে উত্তরা, সাভারের দিক থেকে আসা যানবাহনও আটকা পড়ে। ফলে যাত্রীদের হেঁটে যেতে হচ্ছে গন্ত্যবে।  

বাংলাবাজারের সুমাইয়া বুক ডিপোর দোকানি আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, এমনিতে শরীর ভালো না। সেই কলেজ গেট থেকে হেঁটে আসছি। জানি না সামনে কতক্ষণ হাঁটতে হবে। কিছুদিন পরপর এরকম হঠাৎ অবরোধ মানা যায় না। দাবি যৌক্তিক হলে কর্তৃপক্ষের মেনে নেওয়া উচিত।

তবে অবরোধে শিক্ষার্থীরা সব ধরনের যানবাহন চলাচল করতে না দিলেও রোগীবাহী সিএনজি ও অ্যাম্বুলেন্স চলাচলে সহায়তা করতে দেখা গেছে।

মেয়েকে নিয়ে মোহাম্মদপুর যাওয়ার জন্য বের হয়েছিলেন জেসমিন আক্তার। নীলক্ষেত এলে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এরকম ভোগান্তিতে পড়তে হবে জানলে বের হতাম না। কোনো কিছু হলেই রাস্তায় নামতে হবে কেন?

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান বাংলানিউজকে বলেন, মানুষের দুর্ভোগ চিন্তা করে কী হবে? আমরা তিন বছর এক ইয়ারে আছি। করোনার মধ্যে কারো টিউশন নেই। তারপরেও পরীক্ষার জন্য অগ্রিম দিয়ে মেস ভাড়া নিয়েছি। আমাদের যে সীমাহীন কষ্ট হচ্ছে এটা তো কেউ দেখছে না।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।