ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইটভাটার ম্যানেজারসহ ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
গোপালগঞ্জে ইটভাটার ম্যানেজারসহ ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সরকারি জমির মাটি ক্রয়-বিক্রয় করার অপরাধে প্রগতি গ্রিন ব্রিকসের ম্যানেজারসহ ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সদর উপজেলার মানিকদাহ এলাকার প্রগতি গ্রিন ব্রিকস ফিল্ডে অভিযান চালানো হয়। এ সময় সরকারি জমির মাটি ক্রয় করে ইট তৈরির অপরাধে ম্যানেজোর সবুর মোল্লাকে (৪১) ও সরকারি জমির মাটি বিক্রির অপরাধে মিজু বিশ্বাসকে (২১) আটক করা হয়। পরে ইট ভাটার মালিককে পাওয়া না গেলে ম্যানেজারকে ৩ লাখ টাকা ও মিজু বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে তারা ছাড়া পান।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।