ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিচ্ছে: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিচ্ছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিচ্ছে। করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে যে ভয় ছিল, তা এখন আর নেই।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই মিলে করোনা মোকাবিলা করেছি। যেখানে অনেক বড় বড় দেশ এখনো টিকা নিয়ে আসতে পারেনি, সেখানে প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্য সবার আগে টিকা নিয়ে এসেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা হলরুমে উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, কিছু সুবিধাবাদী লোক এ টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। টিকা না আসতেই তারা বলে বেড়াচ্ছিল, এ টিকা নিলে মানুষ মারা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যারা টিকা নিয়েছে, তারা সবাই সুস্থ আছে। এছাড়া আগামী মাসের ৭ তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। আজ কৃষকরা ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। এছাড়া করোনা মহামারির মধ্যে একটি লোকও না খেয়ে মারা যায়নি। তাই যে যার জায়গা থেকে এ দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সবাইকে কাজ করতে হবে।  

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।