ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইউসিবির সাবেক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ইউসিবির সাবেক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: সিলেটের বিয়ানীবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো. শাহাদত আবেদীন সিরাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংস্থাটি জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

মামলার অভিযোগে বলা হয়েছে, মো. শাহাদত আবেদীন সিরাজী, সাবেক ব্যবস্থাপক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের স্বাক্ষর জাল করে তিনটি এফডিআরের বিপরীতে লিয়েন মার্ক করে প্রকৃত গ্রাহকদের অজ্ঞাতসারে এসওডি ঋণ হিসাব সৃষ্টি করে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা তুলে আত্মসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ তৎসহ ১৯৪৭ সালের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।