ঢাকা: দীর্ঘদিন ধরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে যোগসাজশের মাধ্যমে কোটি টাকার ইউনিফর্ম বিক্রি করেছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭৯ হাজার ৮৯৭ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সংশ্লিষ্টদের জরিমানা ও সতর্কের আদেশ দিয়েছে। চেয়ারপারসনসহ পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিযোগিতা কমিশন এই আদেশ দেয়। মোট ছয় দিন এই মামলার শুনানি হয়।
প্রতিযোগিতামূলক বাজার তৈরির লক্ষ্যে ২০১৮ সালের ১২ ডিসেম্বরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে স্বপ্রণোদিত এই মামলাটি করে প্রতিযোগিতা কমিশন।
অভিযোগ ছিল, ২০০৩ সাল থেকে লালবাগের অস্তিত্বহীন প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ একচেটিয়াভাবে শিক্ষার্থীদের পোশাক তৈরি করতো। অন্য কোনো প্রতিষ্ঠান বা দর্জি এই ব্যবসায় আসতে পারতো না। বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের ওই প্রতিষ্ঠান থেকেই পোশাক কিনতে হতো।
আদেশে ভিকারুননিসা স্কুলের উদ্দেশে বলা হয়, একক প্রতিষ্ঠানকে না দিয়ে প্রতিটি ক্যাম্পাসের জন্য ন্যূনতম তিনটি প্রতিষ্ঠানকে দিয়ে শিক্ষার্থীদের পোশাক বানাতে হবে। দর্জির দোকান নির্বাচনের জন্য দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। এর আগে স্কুলের পোশাক, রং, নকশা, মনোগ্রাম সম্পর্কে অভিভাবকদের জানাতে হবে। এরপর মনোনীত পোশাক নির্বাচিত তিনটি দর্জি বা প্রতিষ্ঠানের কাছে জমা দিতে হবে।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পোশাক সরবরাহ করে আসছেন একই ব্যক্তি। কারণ তিনিই প্রতিবছর টেন্ডার পেয়ে থাকেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল প্রতিযোগিতা কমিশন। কমিশনের পক্ষ থেকে ভিকারুননিসার অধ্যক্ষ ও সরবরাহকারী ব্যক্তিকে তলব করা হয়েছিল। বিধি লঙ্ঘন করায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
সূত্র জানায়, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ যোগসাজশের মাধ্যমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দীর্ঘ সময়ব্যাপী এককভাবে পোশাক সরবরাহ করে প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ উপধারা বিধান লঙ্ঘন করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭৯ হাজার ৮৯৭ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৫৮০ টাকার ইউনিফর্ম বিক্রি করে। এই টাকার বার্ষিক গড় টার্নওভারের ২ শতাংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই এই জরিমানা পরিশোধ করতে হবে।
অপরদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায়িক উদ্দেশ্য না থাকলেও প্রতিযোগিতা আইন, ২০১২ অনুসরণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচ্ছত্রভাবে দীর্ঘ সময়ব্যাপী শিক্ষার্থীদের পোশাক সরবরাহের ব্যবসা করার সুযোগ করে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। একক উৎস বা একটি নির্দিষ্ট দোকান থেকে পোশাক ক্রয়ের বাধ্যবাধকতা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের আলোকে কী ব্যবস্থা নেওয়া হলো, প্রতিবেদন আকারে ২৬ এপ্রিলের মধ্যে ভিকারুননিসা কর্তৃপক্ষকে প্রতিযোগিতা কমিশন বরাবর জমা দিতে বলা হয়েছে।
এই মামলা প্রসঙ্গে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ একই প্রতিষ্ঠান থেকে দীর্ঘ দিন ধরে ড্রেস নিয়েছে এটা প্রতিযোগিতা বিরোধী। এজন্য তাদের সতর্ক করা হয়েছে যাতে এমন কাজ ভবিষ্যতে না করে। একইসঙ্গে চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধি লঙ্ঘন করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমআইএস/এইচএডি