ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জাফরুল্লাহর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জাফরুল্লাহর

ঢাকা: ছাত্রদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলানায়তনে অনুষ্ঠিত ড.আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটি আমার জীবনের প্রথম পুরস্কার নয়, তবে অবশ্যই বিশেষ কিছু। এ পুরস্কার আমাকে স্মরণ করে দিয়েছে আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে।

আহমদ শরীফকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘স্বাধীনতার ক্ষুদ্র অংশই অর্জিত হয়েছে। কথা বলার ও মুক্তচিন্তার অধিকার এখনও অর্জিত হয়নি। এছাড়া তিনি ছাত্রদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় ও সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এরপর ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে ড. আহমদ শরীফ স্মারক পুরস্কার তুলে দেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন কলকাতার বিশিষ্ট চিন্তাবিদ গবেষক অধ্যাপক ড. প্রথমা রায় মন্ডল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও ড. নেহাল করিম, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ও অহমদ শরীফের স্মরণে সরচিত কবিতা পাঠ করেন হাসান ফকরী।

বাংলাদেশে সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।