ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কর্মসূচি পালনে অনুমতি নিতে বিএনপিকে আইজিপির পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
কর্মসূচি পালনে অনুমতি নিতে বিএনপিকে আইজিপির পরামর্শ ...

ঢাকা: প্রতিটি কর্মসূচি এবং অনুষ্ঠানস্থলের জন্য পৃথক পৃথকভাবে ঢাকায় ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে বিএনপির প্রতিনিধিদলকে পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এমন পরামর্শ দেন আইজিপি।

বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বিএনপি গঠিত ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির’ ব্যানা‌রে মার্চ মাসে দেশব্যাপী অনুষ্ঠেয় কর্মসূচি পালনের অনুমতি এবং অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আইজিপির সঙ্গে আলোচনা করেন।

আলোচনা শেষে আইজিপি প্রতিটি কর্মসূচি এবং অনুষ্ঠানস্থলের জন্য পৃথক পৃথকভাবে ঢাকায় ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরামর্শ দেন।  

অনু‌মো‌দিত হ‌লে ক‌রোনা প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় ইনডোরে অনুষ্ঠান আয়োজন এবং চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান আই‌জি‌পি।

প্র‌তি‌নি‌ধি দ‌লে ছিলেন- বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আব্দুস সালাম, বিজন কান্তি সরকার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।